NEMESIS
অবচেতন | Obocheton - Nemesis | Lyrics
#Song: Obocheton
#Album: Agontuk 2 [Mixed Album]
#Band: Nemesis
#Lyrics -
বিনিদ্র প্রহর.. আমি হতাশায়
যাচ্ছি একা.. কোনো অজানায়
পেছনে ফেলে সব স্মৃতিগুলো
আমি অজানায়...
ভাবনাগুলো.. আজ মায়াময়
কল্পনাতেই.. যেনো থমকে রয়
চেতনা মোর বিষণ্যতায়
একাকী যেনো কষ্ট পায়
আঁধারে যেনো অশরীরি
হাত বাড়িয়ে ডাকে আমায়
ছুটেছি আজ আমি অজানায়
কল্পনাটা যেনো থমকে রয়
ছুটেছি...
কল্পনা আর বাস্তবতা
মিলে মিশে একাকার
অনুভূতি প্রতিনিয়ত
নতুন কোন আবিষ্কার
সময় যেনো বিষণ্যতায়
অস্থির আজ তার গতি
সুখ দুঃখ একই সাথে
মিশ্র এক অনুভূতি
তবুও আঁধার..
রাখে ঘিরে এই আমায়
ছুটেছি আমি পথের শেষ কোথায়
চারিদিক শব্দহীন.. অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের মাঝে
কায়াহীন...
Posted: Tuesday, March 24, 2015
যাচ্ছি একা.. কোনো অজানায়
পেছনে ফেলে সব স্মৃতিগুলো
আমি অজানায়...
ভাবনাগুলো.. আজ মায়াময়
কল্পনাতেই.. যেনো থমকে রয়
চেতনা মোর বিষণ্যতায়
একাকী যেনো কষ্ট পায়
আঁধারে যেনো অশরীরি
হাত বাড়িয়ে ডাকে আমায়
ছুটেছি আজ আমি অজানায়
কল্পনাটা যেনো থমকে রয়
ছুটেছি...
কল্পনা আর বাস্তবতা
মিলে মিশে একাকার
অনুভূতি প্রতিনিয়ত
নতুন কোন আবিষ্কার
সময় যেনো বিষণ্যতায়
অস্থির আজ তার গতি
সুখ দুঃখ একই সাথে
মিশ্র এক অনুভূতি
তবুও আঁধার..
রাখে ঘিরে এই আমায়
ছুটেছি আমি পথের শেষ কোথায়
চারিদিক শব্দহীন.. অনন্ত অসীম
উজ্জ্বল আঁধারের মাঝে
কায়াহীন...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)