AURTHOHIN

আনমনে | Anmone - Aurthohin | Lyrics

#Song: Anmone
#Album: Aushomapto-1
#Band: Aurthohin
#Lyrics-

যখন চাঁদ ঘুমিয়ে পড়ে..
আধাঁর আকাশটাকে ফেলে..
শুধু আমি জেগে থাকি
তোমার ছবি বুকে নিয়ে..
চেয়ে থাকি আকাশের তারায়
মিলিয়ে যায় সব যেনো কোথায়..
জানি এই রাত শেষে ফিরবে না তুমি আর..
তবুও কেনো যে আসে
মনের মাঝে তোমার ছবি..
কল্পনাতে কেনো যে তোমার হাসি শুনি...

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে..
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে..
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে..
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে...

বৃষ্টি ভেজা এই শরীরে..
কান্না দেখে না কেউ আমার..
অন্ধকার এই ঘরে ডাকি না কাউকে যে..
পড়িনা আর সেই কবিতা..
দেখি না যে আর জোছনা..
অনুভূতিহীন দেয়ালে বন্দী আমি যেন একা..

তবুও কেনো যে আসে..
মনের মাঝে তোমার ছবি..
কল্পনাতে কেনো যে তোমার হাসি শুনি...

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে..
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে..
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে..
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে...

ভেঙ্গে যাক তোমার আমার মাঝের ঐ দেয়ালটা..
এই যে দেখো দাঁড়িয়ে আমি তোমার হাত ধরবো বলে...

মেঘের দেশে কি এখনও তুমি হারাও আনমনে..
কবিতা কি লেখো এখনও আমায় ভেবে..
বৃষ্টি নামে যখন তোমার এই শরীরে..
আমার ছোয়া কি পাও বৃষ্টির সাথে আনমনে...

Posted: Sunday, May 31, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)