AURTHOHIN

চাইতে পারো | Chaite Paro - Fuad ft Aurthohin | Lyrics

#Song: Chaite Paro 2
#Album: Aushomapto-1
#Band: Aurthohin
#Lyrics-

চাইতেই পারো আবার সেই জোছনা
ঘরের সিলিং এ সন্ধ্যা তারাটা..
চাইতেই পারো সারা রাত আর সারা দিন
হবেনা যে কখনও আর লোডশেডিং..
চাইতেই পারো আমার ঘাড়ে পা রেখে
আকাশটা ছোঁয়ার স্বপ্ন দেখতে..
চাইতেই পারো শুনতে নতুন এক গান
করবোনা যেখানে তোমায় আর অপমান!!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!!
কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি..
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি..
তোমার জন্য নয়, আমার কোন কিছুই
বলেছিলাম অনেক আগেই.. ভুলে গেছো কি!!

চাইতেই পারো তুমি জি সিরিজ থেকে
ফুয়াদ ফিচারিং এ্যালবাম ছাড়তে..
চাইতেই পারো চেষ্টা করে দেখতে
কে আছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে..
চাইতেই পারো তুমি হয়ে যেতে আজকে
এফএম চ্যানেলের হিট কোন আরজে..
চাইতেই পারো নতুন এক ডিউ স্প্রে দিয়ে
মনের দুর্গন্ধটা দূর করতে!!
এক মুঠো গোলাপ, আর ঐ নীল আকাশ
আকাশের ঐ চাঁদ অথবা এই রাত!!

কান্না ভেজা চোখ, অথবা মিষ্টি হাসি..
যতই দেখাও আমাকে পাবেনা কিছুই তুমি!!
তোমার জন্য নয়, আমার কোন কিছুই..
বলেছিলাম অনেক আগেই.. ভুলে গেছো কি....!!

Posted: Saturday, June 13, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)