AURTHOHIN
গল্পের শুরু | Golper Shuru (Odbhut Shei Cheleti) - Aurthohin | Lyrics
#Song: Golper Shuru
#Album: Aushomapto 2
#Band: Aurthohin
#Lyrics-
(তোমাদের আজ একটি গল্প শুনাবো আমি
অনেক অনেক আগের কথা আমাদের এই বাংলাদেশে ছিলো
একটি অদ্ভুত ছেলে এটি সেই অদ্ভুত ছেলেটির গল্প)
অদ্ভুত একটি ছেলে, অদ্ভুত খেয়ালে
অ্যাকোস্টিক আর হারমনিকায় কত স্বপ্ন দেখে
হঠাৎ করেই খুজে পায় সে তার ভালোবাসা
জীবনটা হয়ে যায় যে রঙ্গীন, বুকে অনেক আশা
আকাশের সাদা মেঘে ভেসে বেড়ায় দুজন
গান ধরে নতুন সুরে,নতুন এক জীবন
জোছনায়.. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়.. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপরে হঠাৎ করেই ভেঙ্গে যায় তার স্বপ্ন
হারিয়ে যায় মেয়েটি কোথাও, জীবনটা অস্পষ্ট
অ্যাকোস্টিক-এ দুঃখের বসত, হারমনিকায় কষ্ট
হৃদয় তার অভিমানে খুব নিরবে নষ্ট
চলে যায় সে দেশটি ছেড়ে বুকে নিয়ে সংশয়
নিঃস্ব ছেলের তবুও আছে সব হারাবার ভয়
আকাশ মেঘে ঢাকা, নেই জোছনা যে
তবুও মনে পড়ে ভালোবাসাটাকে
জোছনায়.. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়.. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপর কেটে যায় অনেকগুলো দিন
গানগুলো তার কাছে যেন অর্থহীন
কালো চুল এখন লম্বা এলোমেলো
ঢেকে দেয় তার উজ্জ্বল চোখদুটো
হঠাৎ কি সে শোনে
(জোছনায় অজানা পথে চলা)
নতুন সুর কানে বাজে
(এখানে আছে যে মোর ভালোবাসা)
মেঘগুলো যায় সরে
(জোছনায় অজানা পথে চলা)
জোছনা মুচকি হাসে
(এখানে আছে যে মোর ভালোবাসা)
তারপর.. অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাটা
Posted: Tuesday, June 9, 2015
#Album: Aushomapto 2
#Band: Aurthohin
#Lyrics-
(তোমাদের আজ একটি গল্প শুনাবো আমি
অনেক অনেক আগের কথা আমাদের এই বাংলাদেশে ছিলো
একটি অদ্ভুত ছেলে এটি সেই অদ্ভুত ছেলেটির গল্প)
অদ্ভুত একটি ছেলে, অদ্ভুত খেয়ালে
অ্যাকোস্টিক আর হারমনিকায় কত স্বপ্ন দেখে
হঠাৎ করেই খুজে পায় সে তার ভালোবাসা
জীবনটা হয়ে যায় যে রঙ্গীন, বুকে অনেক আশা
আকাশের সাদা মেঘে ভেসে বেড়ায় দুজন
গান ধরে নতুন সুরে,নতুন এক জীবন
জোছনায়.. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়.. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপরে হঠাৎ করেই ভেঙ্গে যায় তার স্বপ্ন
হারিয়ে যায় মেয়েটি কোথাও, জীবনটা অস্পষ্ট
অ্যাকোস্টিক-এ দুঃখের বসত, হারমনিকায় কষ্ট
হৃদয় তার অভিমানে খুব নিরবে নষ্ট
চলে যায় সে দেশটি ছেড়ে বুকে নিয়ে সংশয়
নিঃস্ব ছেলের তবুও আছে সব হারাবার ভয়
আকাশ মেঘে ঢাকা, নেই জোছনা যে
তবুও মনে পড়ে ভালোবাসাটাকে
জোছনায়.. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়.. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপর কেটে যায় অনেকগুলো দিন
গানগুলো তার কাছে যেন অর্থহীন
কালো চুল এখন লম্বা এলোমেলো
ঢেকে দেয় তার উজ্জ্বল চোখদুটো
হঠাৎ কি সে শোনে
(জোছনায় অজানা পথে চলা)
নতুন সুর কানে বাজে
(এখানে আছে যে মোর ভালোবাসা)
মেঘগুলো যায় সরে
(জোছনায় অজানা পথে চলা)
জোছনা মুচকি হাসে
(এখানে আছে যে মোর ভালোবাসা)
জোছনায়.. হাঁটবো আমি এই পথ ধরে নতুন করে
জোছনায়.. খুঁজবো আমি ভালোবাসাটাকে অজানার পথে
তারপর.. অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাটা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)