SHIRONAMHIN
ভালোবাসা মেঘ | Valobasha Megh - Shironamhin | Lyrics
#Song: Valobasha Megh
#Album: Bondho Janala
#Band: Shironamhin
#Lyrics-
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়..
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়..
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়..
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আশায়..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
চুপি চুপি রোদ উঁচু নীচু মেঘ
সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি...
নিভু নিভু আলো চুপ চাপ সব
কনকনে শীত ছম ছমে ভয়...
সংলাপ সব পড়ে থাক
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালোবাসা মেঘ হয়ে যাক
ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালোবাসা..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
মেঘ ঝড়ে ঝড়ে… জল উড়ে উড়ে…
ভালোবাসা তাই…ভেজা মন থাক…
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা...
আধো আলো ছায়া গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা...
সংলাপ সব পড়ে থাক
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালোবাসা মেঘ হয়ে যাক...
ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালোবাসা..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
Posted: Thursday, January 14, 2016
#Album: Bondho Janala
#Band: Shironamhin
#Lyrics-
মেঘ ঝড়ে ঝড়ে বৃষ্টি নামে
বৃষ্টির নাম জল হয়ে যায়..
জল উড়ে উড়ে আকাশের গায়ে
ভালোবাসা নিয়ে বৃষ্টি সাজায়..
ইচ্ছে গুলো ভবঘুরে হয়ে
চেনা অচেনা হিসেব মেলায়..
ভালোবাসা তাই ভিজে একাকার
ভেজা মন থাকে রোদের আশায়..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
চুপি চুপি রোদ উঁচু নীচু মেঘ
সারি সারি গাড়ি দূরে দূরে বাড়ি...
নিভু নিভু আলো চুপ চাপ সব
কনকনে শীত ছম ছমে ভয়...
সংলাপ সব পড়ে থাক
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালোবাসা মেঘ হয়ে যাক
ঘুরে ঘুরে যদি দূরে দূরে তবু
মেঘে মেঘে থাক ভালোবাসা..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
মেঘ ঝড়ে ঝড়ে… জল উড়ে উড়ে…
ভালোবাসা তাই…ভেজা মন থাক…
ঝিরি ঝিরি হাওয়া কৃষ্ণচূড়ায়
লাল লাল ফুলে ছুটে ছুটে চলা...
আধো আলো ছায়া গুণ গুণ গাওয়া
পুরনো দিনের গল্প বলা...
সংলাপ সব পড়ে থাক
বৃষ্টিতে মন ভিজে যাক
ভালোবাসা মেঘ হয়ে যাক...
ঘরে ফেরা পথে নিরবে নিভৃতে
মেঘে মেঘে থাক ভালোবাসা..
ইচ্ছে হলে ভালোবাসিস না হয় থাকিস
যেমন থাকে স্নিগ্ধ গাংচিল...
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
Ato valo lyric. Amai chinta korte pari na...just awesome
ReplyDelete