Mixed - Band

আজ রাতে কোন রূপকথা নেই | Aj Raate Kono Rupkotha Nei - Old School | Lyrics

চাঁদ মামা আজ বড্ড একা
বড় হয়েছি আমি
রোজ রাতে আর হয়না কথা
হয়না নেওয়া হামি

রোজ রাতে আর চাদের বুড়ি
কাটেনা চরকা রোজ
ও বুড়ি তুই আছিস কেমন
হয়না নেয়া খোঁজ

কোথায় গেল সেই রূপকথার রাত
হাজার গল্প শোনা
রাজার কুমার কোটালকুমার
পক্ষীরাজ সে ঘোড়া

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই? কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি
কে রে তুই? কে রে তুই?
সব সহজ শৈশবকে
বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে

আলাদিন আর যাদুর জিন
আমায় ডাকছে শোনো
ব্যস্ত আমি ভীষণ রকম
সময় তো নেই কোন
আলিবাবার দরজা খোলা
চল্লিশ চোর এলো
সিন্দাবাদটা একলা বসে
আছে সাগর তীরে
সময়টা আজ কেমন যেন
বড় হয়ে গেছি আমি
তারা গুলো আজও মেঘের আড়াল
কোথায় গিয়ে নামি

কেড়ে নিলো কে সে আজব সময়
আমার কাজলা দিদি
কে রে তুই কোন দৈত্য দানব
সব যে কেড়ে নিলি
কে রে তুই? কে রে তুই??
সব সহজ শৈশবকে
বদলে দিলি কিছু যান্ত্রিক বর্জ্যে
তুই কে রে তুই যত বিষাক্ত প্রলোভনে
আমায় ঠেলে দিলি কোন এক ভুল স্রোতে

Posted: Friday, April 8, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)