ICONS
ঈশ্বরনীয় | Ishshoronio - Icons | Lyrics
যার জন্যে নেমেছিলাম মেঘে আমি
হাতের পাতায় খুঁজেছিলাম তোমায়
তারপর শুধু স্বপ্ন লুকিয়ে রাখা আমার
অন্ধতার অন্ধকারে জন্ম নিলে কেনো
আমি কি সুখী হতে পারি
তা নিয়ে অনেক গভীরে যাই..
অন্য কারো স্পর্শে জেগে আমায় মনে হবে
হতেই হবে অনুতাপের গাঢ় বৃষ্টি হবে
তারপর শুধু স্বপ্ন লুকিয়ে রাখা আমার
অন্ধতার অন্ধকারে জন্ম নিলে কেনো
আমি কি সুখী হতে পারি
তা নিয়ে অনেক গভীরে যাই..
Posted: Saturday, April 2, 2016
হাতের পাতায় খুঁজেছিলাম তোমায়
তারপর শুধু স্বপ্ন লুকিয়ে রাখা আমার
অন্ধতার অন্ধকারে জন্ম নিলে কেনো
আমি কি সুখী হতে পারি
তা নিয়ে অনেক গভীরে যাই..
অন্য কারো স্পর্শে জেগে আমায় মনে হবে
হতেই হবে অনুতাপের গাঢ় বৃষ্টি হবে
তারপর শুধু স্বপ্ন লুকিয়ে রাখা আমার
অন্ধতার অন্ধকারে জন্ম নিলে কেনো
আমি কি সুখী হতে পারি
তা নিয়ে অনেক গভীরে যাই..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)