LRB | AB

মেয়ে তুমি কি | Meye Tumi Ki - LRB | Lyrics

#Song: Meye 
#Artist: Ayub Bachchu 
#Lyrics: Niaz Ahmed Aungshu 
#Tune & Compose: Ayub Bachchu 
#Album:  Meye 
#Band: LRB 
#Lyrics - 

মেয়ে | লিরিক্স - 

মেয়ে, তুমি কি দুঃখ চেনো? চেনো না
মেয়ে, তুমি কি আকাশ চেনো? চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে, তুমি ঝড় কি বোঝ? বোঝ না
মেয়ে, তুমি রাত কি বোঝ? বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে, তুমি পথ কি চেনো? চেনো না
মেয়ে, তুমি পথিক চেনো? চেনো না
তবে খুঁজবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে, তুমি দুঃখ চেনো? চেনো না
মেয়ে, তুমি ঝড় কি বোঝ? বোঝ না
তবে বুঝবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

মেয়ে, মেয়ে, মেয়ে, মেয়ে
তুমি চিনবে কেমন করে আমাকে
বলো মেয়ে, তুমি বুঝবে কেমন করে আমাকে

মেয়ে, তুমি কি ছিঁড়তে পারো ফুলের বাগান
মেয়ে, তুমি কি ভুলতে পারো স্পর্শ আমার
তবে ভুলবে কেমন করে এই আমাকে
তবে চিনবে কেমন করে এই আমাকে

Posted: Friday, May 6, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)