VIKINGS
অপেক্ষা | Opekkha - Vikings | Lyrics
একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ..
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার..
দরজাতে হিমেল বাতাস যেনো
কড়া নেড়ে যাচ্ছে..
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..
আমার ঘরের সব ঘনকালো
যেন আঁধারী ভুবন..
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে
চাওয়া পাওয়ার দলবদল..
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
যতো স্মৃতি সম্বল..
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কেঁদে কেঁদে যাচ্ছে..
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..
এদিক সেদিক সব এলোমেলো
যেন আঁধারী ভুবন..
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
Posted: Tuesday, May 31, 2016
কালো ঘরের চারপাশ..
কিছু আকাশ প্রহরী হয়ে আসে
জানালাতে বারবার..
দরজাতে হিমেল বাতাস যেনো
কড়া নেড়ে যাচ্ছে..
বোবা সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..
আমার ঘরের সব ঘনকালো
যেন আঁধারী ভুবন..
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
কালো চাদর জড়িয়ে শুয়ে থাকে
চাওয়া পাওয়ার দলবদল..
কড়িকাঠে ধোঁয়াটে উড়ে বেড়ায়
যতো স্মৃতি সম্বল..
কিছু আশা কবিতা বইয়ের পাতায়
কেঁদে কেঁদে যাচ্ছে..
তবু সময় সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনা আসছে..
এদিক সেদিক সব এলোমেলো
যেন আঁধারী ভুবন..
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
ওহো ওহো..শুধু অপেক্ষায়
কবে জোছনা আসবে..
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
https://youtu.be/2zEr8RyaGho
ReplyDelete