AURTHOHIN

নীল পাহাড়ের গায়ে | Nil Paharer Gaye - Aurthohin | Lyrics

Song: Neel Paharer Gaaye
Album: Cancer Er Nishikabyo
Artist: Aurthohin


রাতটা আমার থমকে দাঁড়ায় করুন কণ্ঠস্বরে..
চারিদিকের সব কিছু আজ অন্য রকম লাগে..
ঝাপসা চোখে এদিক সেদিক তোমার মুখটা খুঁজি..
পাইনা খুঁজে টোল পরা গাল আর সেই মিষ্টি হাসি..
ভেবেছিলাম হারিয়ে যাবো তুমি যাবার আগে..
ছাই গুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গাঁয়ে..


ঘুমাও তুমি নীল পাহাড়ে ঘুমাও যত খুশি..
নেই যে সেথায় কান্নাগুলো আছে শুধুই হাসি..
হঠাৎ করেই যদি তোমার আমায় মনে পড়ে..
মনে রেখো থাকবে তুমি আমার নতুন গানে..
তোমার দেয়া সুরের যন্ত্রে হারাই তোমায় ভেবে..
ছাইগুলো সব উড়িয়ে দিলাম নীল পাহাড়ের গায়ে..

লিখছি এ গান তোমায় ভেবে তোমায় শোনাব বলে..
গাইবো এ গান নতুন সুরে তোমার হাতটি ধরে..
হঠাৎ করেই বাস্তবতা পেছন থেকে ডাকে..
শুন্য চোখে তাকিয়ে থাকি লাশ পুড়ানোর ঘরে..
তোমার দেহ পুড়তে থাকে বদ্ধ সীসার ঘরে..
ছাই গুলো সব উড়াবো আজ নীল পাহাড়ের গায়ে..

Posted: Thursday, June 30, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)