SOULS
ভুলিনি আমি | Vulini Ami - Souls | Lyrics
শিরোনামঃ ভুলিনি আমি
শিল্পীঃ নাসিম আলি খান
এ্যালবামঃ তারার উঠোনে
ব্যান্ডঃ সোলস
লিরিক্স -
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
বয়স তখন একুশে পরি..
প্রথম দেখি আলতো হাসি..
প্রথম শুনি ভালোবাসি যে তোমায়..
সেদিনের সেই স্মৃতিরা ভিড় করে মনে..
মনে হয় যেনো ফিরে যাই সেই সকালে..
সে দিনের সেই দুষ্টু রোদ অস্বীকারের নয়
অস্বীকারের নয় প্রথম পরিচয়..
ফেলে আসা বিকেল আজো চোখে পাতায়..
দেখা প্রথম সন্ধ্যা আজো হাতছানি দেয়..
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
একা সেই রাতে ঘরে ফিরি..
তুমি কাছে নেই শুধু তুমি কাছে নেই..
প্রথম কষ্ট সেই..
আকাশের সেই মিষ্টি চাঁদ আজো হাসে দেখি..
কি যেনো কি নেই তার বুঝি না আমি..
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
Posted: Sunday, July 24, 2016
শিল্পীঃ নাসিম আলি খান
এ্যালবামঃ তারার উঠোনে
ব্যান্ডঃ সোলস
লিরিক্স -
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
বয়স তখন একুশে পরি..
প্রথম দেখি আলতো হাসি..
প্রথম শুনি ভালোবাসি যে তোমায়..
সেদিনের সেই স্মৃতিরা ভিড় করে মনে..
মনে হয় যেনো ফিরে যাই সেই সকালে..
সে দিনের সেই দুষ্টু রোদ অস্বীকারের নয়
অস্বীকারের নয় প্রথম পরিচয়..
ফেলে আসা বিকেল আজো চোখে পাতায়..
দেখা প্রথম সন্ধ্যা আজো হাতছানি দেয়..
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
একা সেই রাতে ঘরে ফিরি..
তুমি কাছে নেই শুধু তুমি কাছে নেই..
প্রথম কষ্ট সেই..
আকাশের সেই মিষ্টি চাঁদ আজো হাসে দেখি..
কি যেনো কি নেই তার বুঝি না আমি..
ভুলিনি আমি শিশির ভেজা..
কুয়াশা ভোরে দাড়িয়ে থাকা..
ঘুম ভাঙ্গা মন ছুটে যেতো অজানায়..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)