SOULS
এ এমন পরিচয় | E Amon Porichoy - Souls | Lyrics
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
নিরালায় একা একা এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই শুধু তারই সাথে
এ যেনো কল্পনা মিলন মোহনা
রঙীন চাদর বোনা
এ এমন বিনিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই এত আপন করে
এ যেন প্রভাতে গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
Posted: Wednesday, August 31, 2016
সবিনয় নিবেদন কিছুই যে লাগে না
নিজেরই অজান্তে হৃদয়ের অনন্তে
কিছু কথা ভালো লাগা
করে যায় রচনা
নিরালায় একা একা এলোমেলো ভাবনায়
কত কথা বলে যাই শুধু তারই সাথে
এ যেনো কল্পনা মিলন মোহনা
রঙীন চাদর বোনা
এ এমন বিনিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
আঁধারে চুপি চুপি আঁকা বাঁকা তুলিতে
কত ছবি এঁকে যাই এত আপন করে
এ যেন প্রভাতে গভীর আবেশে
স্নিগ্ধ শিশির ছোঁয়া
এ এমন গীতিময় কিছু শুভ সূচনা
এ এমন পরিচয় অনুমতি প্রার্থনা
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)