MECHANIX
হাওয়ার নামে | Hawar Naame - MechaniX | Lyrics
আলো দেখে কেমন আঁকড়ে ধরি
তুমিতো সেই জলের ঈশ্বরী
ডাকতে পাবো হাওয়ার নাম ধরে
উড়তে থাকা পাতা সংগোপনে
যখন তোমার হাওয়ার জল
যখন তোমার হাওয়ার জল
উড়নচন্ডী একলা পাতার দল
নিয়ন এবং আলোর অশ্রুপাত
সহজ জলে ভিজতে থাকা একা
হাওয়ার নামে তোমার সাথে দেখা
ঘাসের সাথে কাঁদছে অন্ধরাত
আমার জন্যে একলা থাকাই শ্রেয়
তুমি বললে শুনছো হাওয়ার ডাক
হাওয়া মানে তোমারই নামে নিরব
ডুবতে থাকা শুন্যে চোখ রাখি
নিয়ন এবং পাতার পথে আসবে
আসতে পারো, একলা থাকি……
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)