OBLIQUE

ভণ্ড | Bhondo - Oblique | Lyrics

তোমার মাঝে লুকিয়ে রাখা..
স্পর্শ হয়ে থমকে থাকা..
দুঃস্থ বর্ণমলিন কাগজে..
ছায়াপথ আঁকড়ে ধরে রাখা..
অন্ধ ক্লান্ত ব্যস্ত থাকা..
বাহুতে মরচে ধরা সহজে..

আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো..
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো

আকাশপানে যদি চেয়ে থাকো..
আমায় তুমি জানিয়ে রেখো..
আমি হন্যে হয়ে হাঁটবো না নগরে..
সীমানায় দাঁড়িয়ে থেকো তুমি..
স্বস্তি সত্যি খুঁজে নেবো আমি..
যদি দেখা হয় অন্য কোন প্রহরে..

আমি বন্ধ ঘরেই ছিলাম ভালো..
আমি ভণ্ড সেজেই ছিলাম ভালো..

Posted: Saturday, October 15, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)