FOSSILS

বিষাক্ত মানুষ | Bishakto Manush - Fossils | Lyrics

সে চেনালো আমাকে এ শহরের অলিগলি..
সে পাঠালো উপহার একটা চক্রব্যূহ..
সে চক্রব্যূহে আজও বন্দি হয়ে আছি..
সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে..
ভালোবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের..
একরোখা ভাইরাসে মরে যাওয়ার আশায়..

আমি ভালোবাসি যাকে সে বিষাক্ত মানুষ..
সবুজ তার শীরা ফ্যাকাসে আঙুল..
নীলাভ তার ঠোঁটে সাপের ছোবল..
নীলয়ে অলিন্দে খামখেয়ালি প্রবাহ..
আমি দেখেছি আঁধারে দেখেছি আলোকে..
যেমন করে দেখে কোন মুগ্ধ বালকে..
বীভৎস শরীরে বিষাক্ত ক্ষত..
অবিশ্বাসও ঘৃণা প্রতিমা শাশ্বত..

সে চক্রব্যূহে আজও বন্দি হয়ে আছি..
সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে..
ভালোবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের..
একরোখা ভাইরাসে মরে যাওয়ার আশায়..

Posted: Friday, December 23, 2016
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)