CRYPTIC FATE
কৃতিত্ব | Krititto - Cryptic Fate | Lyrics
#Song: Krititto
#Album: Live Now
#Band: Cryptic Fate
#Lyrics-
কি করে বুঝাবো এই একাকীত্ব
মনের দরজায় কড়া নাড়ে বারবার
আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব
হৃদয়ের অন্তহীন ঢেউ
ভেঙ্গে জাগে সময়ে
দীপ্ত রাতের জোছনা
আমাকে শুধায়
কি করেছো তুমি
কি তোমার কৃতিত্বও
নিশিদের কথা ভুলায়
থেমে যাবে অতল অনন্ত জ্বালা
সাথে থাকা প্রেয়সীর প্রশ্ন যে গভীর
কি ভাবছো তুমি
কি তোমার কৃতিত্ব
কি আমার অস্তিত্বও
Posted: Friday, December 30, 2016
#Album: Live Now
#Band: Cryptic Fate
#Lyrics-
কি করে বুঝাবো এই একাকীত্ব
মনের দরজায় কড়া নাড়ে বারবার
আমার অস্তিত্ব, আমার অস্তিত্ব
হৃদয়ের অন্তহীন ঢেউ
ভেঙ্গে জাগে সময়ে
দীপ্ত রাতের জোছনা
আমাকে শুধায়
কি করেছো তুমি
কি তোমার কৃতিত্বও
নিশিদের কথা ভুলায়
থেমে যাবে অতল অনন্ত জ্বালা
সাথে থাকা প্রেয়সীর প্রশ্ন যে গভীর
কি ভাবছো তুমি
কি তোমার কৃতিত্ব
কি আমার অস্তিত্বও
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)