SHIRONAMHIN
ক্যাফেটেরিয়া | Cafeteria - Shironamhin | Lyrics
#Song: Cafeteria
#Album: Ichche Ghuri
#Band: Shironamhin
#Lyrics-
পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি
পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি
এক কাপ চা গরম তৃষ্ণায়
অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে
তোমার শীতল চোখ
ভিজিয়ে যায় আমায়
যেখানে তোমার ঠোঁট ভালোবাসা
আমি বুড়ো কবিতার মতো চুপচাপ
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই... প্রতিদিন
Posted: Saturday, February 25, 2017
#Album: Ichche Ghuri
#Band: Shironamhin
#Lyrics-
উঁকি দিয়ে দেখি
পড়ন্ত বিকেল ক্যাফেটেরিয়া
উঁকি দিয়ে দেখি
এক কাপ চা গরম তৃষ্ণায়
অজস্র এলোমেলো স্বপ্নের ভীড়ে
তোমার শীতল চোখ
ভিজিয়ে যায় আমায়
যেখানে তোমার ঠোঁট ভালোবাসা
আমি বুড়ো কবিতার মতো চুপচাপ
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই... প্রতিদিন
Post By: FarhaN Fahidur Rahim
1 মন্তব্য(গুলি)
যেখানে তোমার ঠোঁট ভালোবাসা
ReplyDeleteআমি বুড়ো কবিতার মতো চুপচাপ
যেখানে তোমার চোখ খুনী
আমি খুন হই... প্রতিদিন