SHIRONAMHIN

দ্বিতীয় জীবন | Ditio Jibon - Shironamhin | Lyrics

#Song: Ditio Jibon
#Vocal: Farhan 
#Album: Ichche Ghuri
#Band: Shironamhin
#Lyrics-

অদৃশ্য চাদরে দিগন্ত রেখায় বসে আছে সে
অসংখ্য অনাবিল পথ পেরিয়ে
আশার স্মৃতির ভীড়ে
রূপালী চাঁদের আলোয় জড়িয়ে থাকা
সেই পিচঢালা পথ
বিষন্ন চারিধার ছড়িয়ে থাকা মৃদু কুয়াশা

বিষন্ন ধোঁয়াশায় ধূসর স্মৃতি ঘিরে আছে তাকে
আঁধার লহরীর নীল সাজানো আকাশ ছুঁয়ে
জোছনা ভাঙা বালুচরে হারিয়ে যাওয়া
মনে পড়ে যায় ফেলে আসা পথ
পেরিয়ে সোনালী প্রহর

তবুও সবুজ পথ পেরিয়ে
অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে
অবাক বিস্ময়ে
জীবন স্মৃতি যেনো
এলোমেলো হয়ে উড়ে যায়
একই পলকে একই নিমেষে

তোমায় স্বাগত জানাই
ঝড়া পাতার মত সন্ধ্যায়
আলোময় বিচরন দ্বিতীয় জীবন
ছায়াময় মননে অবাক নয়নে
ছায়া সুনিবিড় বিস্ময়ে দেখি
দ্বিতীয় জীবন দ্বিতীয় জীবন

Posted: Sunday, February 26, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)

  1. তবুও সবুজ পথ পেরিয়ে
    অসীম ছায়াপথ নিমেষে ছাড়িয়ে
    অবাক বিস্ময়ে
    জীবন স্মৃতি যেনো
    এলোমেলো হয়ে উড়ে যায়
    একই পলকে একই নিমেষে

    ReplyDelete