SHIRONAMHIN

একা | Eka - Shironamhin | Lyrics

#Song: Eka
#Album: Bondho Janala
#Band: Shironamhin
#Lyrics-

রাত্রি ক্লান্ত জীর্ন শীর্ন আঁধো চাঁদের আলো
পিচ ঢালা পথ কখনো ধূসর কখনও বা কালো
সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আঁধারে

আধাঁর রাতে নেমে আসে শিশিরের ছায়া
নিভে গেছে দূর কোন স্মৃতিরও মায়া
নিঃসীম চারপাশ কোনো সাড়া নেই
তবু এক দীপ্তি রয়ে গেছে

সারাটা পথ জুড়ে আমি একা
হেটে যাই আকাশ তারার পানে চেয়ে
নীল জোছনায় স্মৃতিরো ভীড়ে
হারিয়ে যায় মন আঁধারে

যত দূরে যেতে চাই নিলীমার পথে
আরো দূরে সরে যায় রাতের আকাশে
চুপচাপ শহরে নিঃশ্বাস ফেলে আসি
এই নিরব বাতাসে

Posted: Sunday, February 26, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

2 মন্তব্য(গুলি)

  1. Ai song originalità ki karo kase ase??? Ami kothaw pacchena 😥😥. Kew pele amk mail koiren or 01679139316

    ReplyDelete
  2. যত দূরে যেতে চাই নিলীমার পথে
    আরো দূরে সরে যায় রাতের আকাশে
    চুপচাপ শহরে নিঃশ্বাস ফেলে আসি
    এই নিরব বাতাসে

    ReplyDelete