SHIRONAMHIN

ঘুম | Ghum - Shironamhin | Lyrics

#Song: Ghum
#Vocal: Farhan
#Lyric: Farhan
#Tune: Tushar, Farhan
#Album: Jahaji (2004)
#Band: Shironamhin
#Lyrics-

কথা ছিলো সূর্যের মৃত্যুকালে
ছিনাবি তাহার আত্মা
কথা ছিলো নীল মেঘ হতে
নিয়ে আসবি যন্ত্রনা
কথা ছিলো পাপ হতে
ধুয়ে ফেলবি তোর শঙ্খ শরীর
কথা ছিলো সাঁঝকালে
ভালোবাসবি মোর নীরজাকে

শুয়ে শুয়ে হাত পাতি আধার মাঝে
যদি ঝরে পড়ে তোর অশ্রু
কান পাতি শব্দহীন অলিক চরাচর
যদি ভেসে আসে তোর আহবান

ঘুম ভেঙ্গে জেগে দেখি
দাসত্বের সহস্র বছর
ঘুম ভেঙ্গে জেগে দেখি
মৃত্যু শিয়রে শুনছে প্রহর

কথা ছিলো মোর অপরাধের
তরীতে ভাসাবি তোর সস্ত্বা
কথা ছিলো অর্থহীন চুম্বণ
পাবে নতুন সময়
কথা ছিলো পঙ্কিল সাগর হতে
নিয়ে আসবি আমায়
কথা ছিলো আজন্ম
অমাবস্যার মৃত্যু এখনি

শুনে দেখি কান দিয়ে শুধু শূন্যতা
ছুঁয়ে দেখি চোখ দিয়ে, প্রিয়া অন্যথা
র্নিবান যন্ত্রনায় লাশকাটা ঘরে
ঘুমোও আমার মানুষ 

Posted: Friday, February 24, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)