ARBOVIRUS
মুখোশ | Mukhosh - Arbovirus | Lyrics
#Song: Mukhosh
#Album: Bisesh Droshtobbo
#Band: Arbovirus
#Lyrics-
নিজেদের হয়নি দেখা
আয়নায় অথবা নগ্নতায়
অন্যের চোখে দেখে
হয়ে গেছে অভ্যাস
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
কে কি ভাবে
কে কি বলে
যদি বন্ধু হারাই
এই ভেবে সবার মাঝে
নিজেকে লুকাই
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
ভয়, সংশয় যদি একলা চলতে হয়
আমাদের ভেতরের মানুষ টাকে
বের হতে হবে
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
Posted: Sunday, February 5, 2017
#Album: Bisesh Droshtobbo
#Band: Arbovirus
#Lyrics-
নিজেদের হয়নি দেখা
আয়নায় অথবা নগ্নতায়
অন্যের চোখে দেখে
হয়ে গেছে অভ্যাস
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
কে কি ভাবে
কে কি বলে
যদি বন্ধু হারাই
এই ভেবে সবার মাঝে
নিজেকে লুকাই
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
ভয়, সংশয় যদি একলা চলতে হয়
আমাদের ভেতরের মানুষ টাকে
বের হতে হবে
আমায় যদি চিনে যাও
যদি অন্য ভাবে তাকাও
নিজেকে চেনার এত ভয়
তাই মুখোশেরই জয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)