SHIRONAMHIN
অন্য কেউ | Onno Keu - Shironamhin | Lyrics
#Song: Onno Keu
#Vocal: Farhan
#Album: Ichche Ghuri
#Band: Shironamhin
#Lyrics-
আমি না অন্য কেউ নিয়ে যায় তোমায়
যেখানে অবিরত ভেঙে পড়ে সময়
আমি না অন্য কেউ নীরবে বাঁচে
রক্ত সিদুঁর আঁকে যেথা নবআশা
আমি না অন্য কেউ নিয়ে যায়
আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়
তুমি না অন্য কেউ মোর শয্যাতে
জেগে দেখি পূব কোনে তমসা ক্ষয়
তুমি না অন্য কেউ ফিরে আসে আর
ডেকে তোলে বৃত্তবন্দী মন
সঙ্গী তুমি সোনালী ভোরে
অজানা কোন আলো
আলোয় ভরা আনন্দলোকে
নিঃস্ব প্রাতে চলো
তবু জেগে উঠো বেঁচে উঠো
গেয়ে উঠো আমার এ গান
তুমি না অন্য কেউ শিয়রে কাঁদে
অধরা ছায়া শূন্য মাঝে ভেঙে পড়ে
তুমি না অন্য কেউ মেলে দেয়
ভোরের আকাশে সোনালী ডানা চিল
যাবে কি তুমি মোর সাথে
আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে
অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে
যাবে কি তুমি মোর সাথে
যাবে কি......?
Posted: Saturday, February 25, 2017
#Vocal: Farhan
#Album: Ichche Ghuri
#Band: Shironamhin
#Lyrics-
আমি না অন্য কেউ নিয়ে যায় তোমায়
যেখানে অবিরত ভেঙে পড়ে সময়
আমি না অন্য কেউ নীরবে বাঁচে
রক্ত সিদুঁর আঁকে যেথা নবআশা
আমি না অন্য কেউ নিয়ে যায়
আমার কন্ঠ হতে প্রতিবাদ প্রলয়
তুমি না অন্য কেউ মোর শয্যাতে
জেগে দেখি পূব কোনে তমসা ক্ষয়
তুমি না অন্য কেউ ফিরে আসে আর
ডেকে তোলে বৃত্তবন্দী মন
সঙ্গী তুমি সোনালী ভোরে
অজানা কোন আলো
আলোয় ভরা আনন্দলোকে
নিঃস্ব প্রাতে চলো
তবু জেগে উঠো বেঁচে উঠো
গেয়ে উঠো আমার এ গান
তুমি না অন্য কেউ শিয়রে কাঁদে
অধরা ছায়া শূন্য মাঝে ভেঙে পড়ে
তুমি না অন্য কেউ মেলে দেয়
ভোরের আকাশে সোনালী ডানা চিল
যাবে কি তুমি মোর সাথে
আকাশ উর্ধ্বে ঐ নীল মাঝে
অন্ধ বিশ্ব খোঁজে তোমাকে
যাবে কি তুমি মোর সাথে
যাবে কি......?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)