ARBOVIRUS
স্কুল | School - Arbovirus | Lyrics
#Song: School
#Album: Bisesh Droshtobbo
#Band: Arbovirus
#Lyrics-
এই ব্যাস্ত শহরে অপরিচিত ভিড়ে
হঠাত মনে পড়ে যায়
পুরোনো দিন কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনও একই মানুষ এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
পেছনে তাকালেই
যেনো এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া
কতনা কাটাকাটি
অংক বাংলা ভূগোল
ধুর ছাই কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনও একই মানুষ এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
যারা নেই আজ পাশে
তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
Posted: Sunday, February 5, 2017
#Album: Bisesh Droshtobbo
#Band: Arbovirus
#Lyrics-
এই ব্যাস্ত শহরে অপরিচিত ভিড়ে
হঠাত মনে পড়ে যায়
পুরোনো দিন কত রঙ্গিন
তাকে আটকে রাখি মায়ায়
হয়তো আমরা বহুদূর
ইশকুলের চৌকাঠ পেরিয়ে
এখনও একই মানুষ এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
পেছনে তাকালেই
যেনো এখনি ডাক দিবি
খাতার মাঝে চোখ ফাঁকি দেয়া
কতনা কাটাকাটি
অংক বাংলা ভূগোল
ধুর ছাই কিছু মনে নাই
শুধু মনে আছে খোলা হাসি আর গান
এখনও একই মানুষ এখনও বন্ধু
আয় আয় বন্ধুরা ফিরে আয়
শৈশব কৈশোরের ঠিকানায়
আর একটা দিন কাটুক না হয় সব ভুলে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
সবুজ মাঠের সোনালী ছায়ায়
হাসবো মোরা প্রান খুলে সবাই মিলে
যারা নেই আজ পাশে
তোরা থাকবি বেঁচে
সবসময় আমাদেরই পাশে
আয় আয় বন্ধুরা ফিরে আয়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)