WARFAZE

বসে আছি | Boshe Achi - Warfaze | Lyrics

#Song: Boshe Achi
#Vocal: Sunjoy | Mizan
#Album: Warfaze | Pothchola
#Band: Warfaze
#Lyrics-

বসে আছি একা-
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে-
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস
সোনালী আভায়-
সাথে ফিরি আমি মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে

পাখীরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এক্ষন
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেনো এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়...

বসে আছি একা-
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বয় হিমেল বাতাস

Posted: Saturday, March 11, 2017
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)