POPEYE
ভালোবাসা বাকি | Valobasha Baki - Popeye | Lyrics
কিছুক্ষন থেকে যাও
যেও না এখনি
তোমাকে দু'চোখ ভরে
দেখার আরো যে বাকি
কাছে এসে জড়িয়ে ধরা বাকি
ভালোবাসি তোমাকে বলা বাকি
যত ব্যাথা তোমার নিজের করা বাকি
এ জীবন তোমার নামে করা বাকি
যখনি তুমি কাছে সময় কাটে হেসে
লাগে জানালা তুমি
বদ্ধ এই মনে বিষণ্ণতা কেটে যায়
তোমারি ছোঁয়ায় যে ছোঁয়ায়
আমার আরও চাওয়া বাকি
একি সাথে সকাল দেখা বাকি
সাগর তরে মিলে ভেজা বাকি
যত কথা তোমার বলার শুনা বাকি
এ জীবন তোমার নামে করা বাকি
রাঙ্গালে তুমি আবার
ভালোবাসায় মৃত প্রায় হৃদয়টাকে
দেখালে স্বপ্ন সেসব
হয়নি সাহস কখনো দেখার আগে
ছড়িয়ে দিলে আলো ছিল আধারে যত
তুমি এসে, তুমি হেসে
পেয়ে তোমাকে এত
অপেক্ষা শেষে বলো
আড়াল চোখে, করি কি করে?
এখনতো হাতে ধরা বাকি
একি সাথে বিকেল হাটা বাকি
চোখে চোখে কথা বোঝা বাকি
এ জীবন তোমার, এ জীবন তোমার
এ জীবন তোমার নামে করা বাকি....
Posted: Wednesday, March 22, 2017
তোমাকে দু'চোখ ভরে
দেখার আরো যে বাকি
কাছে এসে জড়িয়ে ধরা বাকি
ভালোবাসি তোমাকে বলা বাকি
যত ব্যাথা তোমার নিজের করা বাকি
এ জীবন তোমার নামে করা বাকি
যখনি তুমি কাছে সময় কাটে হেসে
লাগে জানালা তুমি
বদ্ধ এই মনে বিষণ্ণতা কেটে যায়
তোমারি ছোঁয়ায় যে ছোঁয়ায়
আমার আরও চাওয়া বাকি
একি সাথে সকাল দেখা বাকি
সাগর তরে মিলে ভেজা বাকি
যত কথা তোমার বলার শুনা বাকি
এ জীবন তোমার নামে করা বাকি
রাঙ্গালে তুমি আবার
ভালোবাসায় মৃত প্রায় হৃদয়টাকে
দেখালে স্বপ্ন সেসব
হয়নি সাহস কখনো দেখার আগে
ছড়িয়ে দিলে আলো ছিল আধারে যত
তুমি এসে, তুমি হেসে
পেয়ে তোমাকে এত
অপেক্ষা শেষে বলো
আড়াল চোখে, করি কি করে?
এখনতো হাতে ধরা বাকি
একি সাথে বিকেল হাটা বাকি
চোখে চোখে কথা বোঝা বাকি
এ জীবন তোমার, এ জীবন তোমার
এ জীবন তোমার নামে করা বাকি....
Post By: FarhaN Fahidur Rahim
3 মন্তব্য(গুলি)
hala bhalo korsot kaj ta. google er shurute FFR er blog post pai.
ReplyDelete- হাহাহা, হ্যাঁ এখন পাওয়া যায় শুরুতেই!!! তা এই পোস্ট কি এইভাবেই গুগলে সার্চ দিয়াই পাইছিলি নাকি?? ;)
Deleteho re google er shurrutei paisi. SEO korsos naki bhalo kore ?
Delete