POPEYE
এই তুমি কে | Ei Tumi Ke - Popeye | Lyrics
জোছনাও লুকাই তোমার ওই চোখে
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মতো দুঃখ তোমারি
আকাশের মতো যেন সবি আমারি
তবে না, হবে না, হবে না তুমি এতো মিছে
ঠিকি ভাবো আমায় সব কিছু শেষে
নাকি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে
জানোতো দেখি না স্বপ্ন খোলা চোখে
রঙধনুর রঙ্গে সাজাও সন্ধ্যা তোমার
যেনো পৃথিবীর সবি কিছু তোমার
তবে না রবে না, রবে না তুমি এতো সুখে
ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে
নাকি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
তুমি ভাসো অথল সাগরে
যে সাগর আমার হৃদয়ে
তুমি দেখো খোলা এই আকাশে
আর আমি শুধু তোমাকে
তবে না যেও না, যেও না আমাকে ছেড়ে
কত ডাক এ আমার পিছু না ফিরে
জানি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
Posted: Thursday, June 15, 2017
কি করে বুঝি মেঘগুলো নয় কালো
মরুতে নদীর মতো দুঃখ তোমারি
আকাশের মতো যেন সবি আমারি
তবে না, হবে না, হবে না তুমি এতো মিছে
ঠিকি ভাবো আমায় সব কিছু শেষে
নাকি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
জানোতো দেখি না স্বপ্ন খোলা চোখে
রঙধনুর রঙ্গে সাজাও সন্ধ্যা তোমার
যেনো পৃথিবীর সবি কিছু তোমার
তবে না রবে না, রবে না তুমি এতো সুখে
ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে
নাকি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
তুমি ভাসো অথল সাগরে
যে সাগর আমার হৃদয়ে
তুমি দেখো খোলা এই আকাশে
আর আমি শুধু তোমাকে
তবে না যেও না, যেও না আমাকে ছেড়ে
কত ডাক এ আমার পিছু না ফিরে
জানি বদলে গেছে সবি
তোমার কাছে অবাক আমি
শুধু ভাবি এই তুমি কে?
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)