RECALL

কখনো কি | Kokhono Ki - Recall | Lyrics

নির্ঘুম চোখে স্বপ্ন দেখা
খুব আড়ালে তোমায় দেখা
অগোছালো ভাবনাগুলো
রংধুন রঙে আঁকা

কখনো কি তোমার অনুভূতিগুলো রাত জেগে
আমার খেয়াল ধরে ঘুমহীন জেগে থাকে
তবে কেনো দেয়াল ধরে ভীষণ একা
সবি কেনো এলোমেলো করে হারানো

নির্ঘুম চোখে স্বপ্ন দেখা
খুব আড়ালে তোমায় দেখা
অগোছালো ভাবনাগুলো
রংধুন রঙে আঁকা

এখনো কি আমার লেখা সুরে সন্ধ্যা নামে
ডুবে থাকে তোমার উদাসি মন
নাম না জানা কোন রাতের তারার মত
জ্বলে রবো তোমার আকাশে দূরে

চন্দ্র ডোবা একলা রাতে
নিরব ভোরের কোলাহলে
বৃষ্টি স্নাত সন্ধ্যা হলে
থাকবো আমি তোমার খেয়ালে

Posted: Monday, January 22, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)