TRIMATRA

আগামীকালের সূর্য | Agamikaler Shurjo - Trimatra | Lyrics

ঘাসফুল আর সরষেফুল
এমন কিছু নয় সে ফুল
যদি ফোটে ও ফুল মনফুল
জীবনের শাখা ভরি
আমি তোমাদের ঘরে সাঁঝের রক্ত
ছড়িয়ে দিতে পারি
আমি আগামীকালের সূর্যটা এনে
আজকেই দিতে পারি

বাঁশের বাঁশি চাঁদের হাসি
এমন কিছু নয় সে নয়
যদি বাজে আমার মনের বাঁশি
এক সুরে বেজে যাব
আমি বাতাশের গায়ে সুর ছড়িয়ে
সব দাগ মুছে দেব
আমি তোমাদের মনে দূষিত নদীর
সব জল শুষে নেব

আঁধারে আঁধারে ভরে যায় যদি
নীল দিন সাদা ভোর
সূর্যের চোখে কখনও হটাত
লেগে যায় যদি ঘোর
মনের জোছনা ঢেলে দেব আমি
তোমাকে জাগাবো দেখো
সূর্য না জাগে ঘুমাক সূর্য
জোছনা জাগিয়ে রেখো

Posted: Sunday, March 4, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)