NEMESIS

না ঘুমেদের গান | Na Ghumder Gaan - Nemesis | Lyrics

আজ আর নয়তো কোনো গান
নয়তো কবিতা স্তব্ধতা অরণ্যে
ঘুম আসে না চোখে
তাইতো জেগে রই
স্বেচ্ছায় নির্বাসনে

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে
আলোটাকে জব্দ করে
একা ঘরে রাত দুপুরে
কেন আমি কোন কারণে

ঘুম-নিশির ডাকে
আমি নিমগ্ন হই
শার্সির আড়াল থেকে
অর্ধ হয়ে যাওয়া চাঁদ
তার একমুঠো আলোয়
ছুড়ছে অথৈ চারিদিক

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে
গ্রহ হতে অন্য গ্রহে
ডুব সাঁতারে অন্তপুরে
মনে মনে ভিজি
ঐরূপ জলকে ডুবে
শুদ্ধ শান্ত সব লোকালয় বিরান
রাত্রি হল কেমন করে
বসে রই ফাঁকা মাঠে

ঘুমিয়ে গেছে পৃথিবী
নিথর ক্লান্ত সমাধি
অন্ধকার আর আমি রই জেগে
আলোটাকে জব্দ করে
একা ঘরে রাত দুপুরে
কেন আমি কোন কারণে

মেঘলা রাত্রি... মেঘলা রাত্রি
মেঘলা রাত্রি... মেঘলা রাত্রি

Posted: Monday, March 12, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)