Mixed - Band

খেপা গান | Khepa Gaan - Adit ft Towfique | Lyrics

মুক্তি মেলে না
বাঁধা অবিরত
কান্না শুধু আজ

আসে অহরহ
ঘুম আসে না
ঘুম ধরা এ শহর
আরো কাঁদাও
জন্ম তোমার গভীরে
জেগে আছি দুর্ভাবনায় আলোহীন বাস্তবতায়

সুপ্রীয় শ্রোতামন্ডলি,
দেশ ও জাতির বহুতকাল ধরে র্যাপ সংগীত শুনে আসছেন
আমি গত ৫ ৭ বছর ধরে
"ও মাইয়া কোমর দুলাইয়া আমার কাছে আয় সুন্দরি
কাইটা ফালামু মাইরা ফালামু"
এবং জাবর কাটা সংক্রান্ত সৃস্টি করছ
উফফ চরম!!
চলনা যাই ধানমন্ডি গুলশান বনানি
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
তোমাদের দর্শনকে জানাই সেলাম!
আর এদিকে আমিও চলছি আমার রীতিতে
বিশ্বাস করি,
Rap বা ক্ষ্যাপাগান যা-ই বলি
তার জন্ম আর কোথাও না
বাউলেরই আখরায়
so this time,
অদিত ভাই a.k.a Mr. Fatman
C K Toff

presenting, ক্ষ্যাপাগান

অজৈব ফন্দিফিকির, তামাশা!
কালোটাকার নিচে কি? হতাশা!
ভোটটা আমার তাকেই দিলাম
আজব রীতিনীতি!
নট্টাংকির শব্দে পকেটে দেখে ভয়ভীতি
নগদে গরজে মেঘ ঘন বরষা
আমার সন্তান শুধু প্রবাসে টাকা খাচ্ছে সহসা
অতিসয় কাবু পিঞ্জরে বাংলা শব্দমালা
কলমের কালি ফুরিয়ে অনুভুতির শুধু মেলা
আমি নিস্তেজ, প্রতিবন্ধী
শুধু পেয়েছি অবহেলা
বিপ্লবের স্বাদ পেয়েছি তাই হয়েছি ঘর ছাড়া
######## চলতে নাজুক স্কুলগামী শিশু
পালায় পালায় বদলে ইতিহাস
হায় রে একাত্তরের যিশু
ইসলামকে আঁকরে ধরি
নেশা বানিয়ে ব্যাবসা করি
নিজ খুশিতে ফতোয়া করি
লাগছে হাল্কা শুন্য বুঝি
মুক্তিযোদ্ধারা আজ বঞ্চিত
মারছ তাদের পিষে দেখ
বীরদর্পে বাকি দুষ্ট নোংরা হাসি হাসে

আরো কাঁদাও,
জন্ম তোমার গভীরে
চেয়ে আছি দুর্ভাবনায়
আলোহীন বাস্তবতায়

তোমাদের আইন তো অনর্থ
খোঁজে নি দারিদ্র
শিক্ষিত বেকার কেন কাল পথে রাজত্ব
ধরছে জাপট্ব, নিজ লাভটা খুঁজছ
নিজের দেশ দাবি সবার
রক্তস্রোতে ভাসছে
পাগলটাতো ডাস্টবিনে বাসি খাবার খুঁজছে
শক্তি যার দুনিয়া তার, যার আছে সে শুধু বাঁচছে
কেউ কি অস্বীকার করবে?
সবের গোড়া নোংরা রাজনীতি
রক্তে লাল রাজপথ
ওই নষ্ট মূলনীতি
ছিন্নমূলে সহযোদ্ধা বস্তিতে খোঁজে সম্বল
আমরা তো ৫ বেলা খাই
আমাদের তাও পেটে অম্বল
রেললাইনে ঘুমায় শিশু
কোটিপতির শেষ নেই
ধনতন্ত্র স্বাগতন্ত্র গনতন্ত্রের লেশ নেই
সবই তো ধোঁয়াটে মিশ্র বোধে পঁচছে,
পিলখানা রহস্য ঘনিভূত হচ্ছে

আরো কাঁদাও,
জন্ম তোমার গভীরে
চেয়ে আছি দুর্ভাবনায়
আলোহীন বাস্তবতায়
(বাস্তবতায়)

Posted: Thursday, July 12, 2018
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)