BLACK
গহীনে | Gohine - Black | Lyrics
#Song: Gohine
#Vocal: Rubayet Chowdhury
#Album: Unomanush
#Band: Black
#Lyrics -
এখন মোহে ডুবে আছি
হৃদয়ে দুঃখ নেই জেনে
তোমার উষ্ণতায় হারিয়েছি
শব্দ আর কামনার ঘোর
বাতাসের হাত ধরে জলের কিনারা খুঁজি
আকাশের চাইতেও অনেক দূরে
তোমার উষ্ণতায় হারিয়েছি
শব্দ আর কামনার ঘোর
একদিন হারিয়েছো অনেক গহিনে
যেখানে আসবেনা কেউ খুঁজতে তোমাকে
চাঁদের আলোয় ওখানে আজ মরীচিকার ঢেউ
টুকরো হয়ে গেছে আমাদের মন
আগের মত ফেরে না কাছে
Posted: Saturday, April 6, 2019
হৃদয়ে দুঃখ নেই জেনে
তোমার উষ্ণতায় হারিয়েছি
শব্দ আর কামনার ঘোর
বাতাসের হাত ধরে জলের কিনারা খুঁজি
আকাশের চাইতেও অনেক দূরে
তোমার উষ্ণতায় হারিয়েছি
শব্দ আর কামনার ঘোর
একদিন হারিয়েছো অনেক গহিনে
যেখানে আসবেনা কেউ খুঁজতে তোমাকে
চাঁদের আলোয় ওখানে আজ মরীচিকার ঢেউ
টুকরো হয়ে গেছে আমাদের মন
আগের মত ফেরে না কাছে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)