Bangla Mixed Album
পালাই পালাই | Palai Palai - Fajal | Lyrics
#Song: Palai Palai
#Artist: Fajal
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
পালাই পালাই, পালাই পালাই
পনেরো ষোলোর এক কিশোর ছেলে
একটি কিশোরী নিয়ে স্বপ্নে বিভোর
স্বপ্নের জাল বোনে মনের কোনে
স্বপ্নের রাত শেষে কবে হবে ভোর
বাবা মাকে বললে ভেঙ্গে দিবে হাড়
পাকামি করছো বেশি বেড়েছ যে এবার
মেয়ের বাড়িতে তারা নালিস জানায়
সাবধান যদি তারা মেয়েকে হারায়
কচি দুটি মাথা থাকে স্বপ্ন নিয়ে
নেয় সিদ্ধান্ত পালাবে দূরে
পালাই পালাই অনেক দূরে যেথায়
পালাই পালাই থাকবেনা কোন বাঁধন
পালাই পালাই তুমি আর আমি শুধু
পালাই পালাই দুজনার শুধু দুজন
শৃংখল ভেঙ্গে তারা যাবে বহুদূর
দূর ঠিকানার পথ জানে কোন দূর
ছোট এক সংসার রোমাঞ্চিত মন
কঠিন পৃথিবী তবু সুখের জীবন
প্রয়োজন হলে ছেলে কাজ করবে
আয় যা হবে তাতে চলেই যাবে
অশান্ত মন দুটো বাধা মানে না
জীবনের কাছে তারা হার মানে না
কচি দুটি মাথা তাতে স্বপ্ন জুড়ে
নেয় সিদ্ধান্ত পালাবে দূরে
পালাই পালাই অনেক দূরে যেখানে
পালাই পালাই থাকবে না কোন বাঁধন
পালাই পালাই তুমি আর আমি শুধু
পালাই পালাই দুজনার শুধুই দুজন
Posted: Wednesday, July 10, 2019
#Artist: Fajal
#Composer: Prince Mahmud
#Album: Khoma
#Lyrics -
পালাই পালাই, পালাই পালাই
পনেরো ষোলোর এক কিশোর ছেলে
একটি কিশোরী নিয়ে স্বপ্নে বিভোর
স্বপ্নের জাল বোনে মনের কোনে
স্বপ্নের রাত শেষে কবে হবে ভোর
বাবা মাকে বললে ভেঙ্গে দিবে হাড়
পাকামি করছো বেশি বেড়েছ যে এবার
মেয়ের বাড়িতে তারা নালিস জানায়
সাবধান যদি তারা মেয়েকে হারায়
কচি দুটি মাথা থাকে স্বপ্ন নিয়ে
নেয় সিদ্ধান্ত পালাবে দূরে
পালাই পালাই অনেক দূরে যেথায়
পালাই পালাই থাকবেনা কোন বাঁধন
পালাই পালাই তুমি আর আমি শুধু
পালাই পালাই দুজনার শুধু দুজন
শৃংখল ভেঙ্গে তারা যাবে বহুদূর
দূর ঠিকানার পথ জানে কোন দূর
ছোট এক সংসার রোমাঞ্চিত মন
কঠিন পৃথিবী তবু সুখের জীবন
প্রয়োজন হলে ছেলে কাজ করবে
আয় যা হবে তাতে চলেই যাবে
অশান্ত মন দুটো বাধা মানে না
জীবনের কাছে তারা হার মানে না
কচি দুটি মাথা তাতে স্বপ্ন জুড়ে
নেয় সিদ্ধান্ত পালাবে দূরে
পালাই পালাই অনেক দূরে যেখানে
পালাই পালাই থাকবে না কোন বাঁধন
পালাই পালাই তুমি আর আমি শুধু
পালাই পালাই দুজনার শুধুই দুজন
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)