Mixed - Band
আজ কোথাও | Aj Kothao - Alienz | Lyrics
#Song: Aaj Kothao
#Album: Jorimana
#Band: Alienz
#Lyrics -
লকাপে আটকা ক্লিশে যাপন মুক্তি চায়
চুপি চুপি অজানা রং রুটে পা বাড়ায়
সে পথে নেই দর কষাকষি পাপ পুণ্যের
চাওয়া না পাওয়া গুলো
অনায়াসে ভুলার উপায়
আজ কোথাও উধাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্ত আসামি
চক কসা এলিবাই টাকে তুলে রেখো
শেষ দশা অজানায় থাক ভুলে থেকো, আমায়
আজ কোথাও উধাও হবো আমি
হাতে পায়ে শিকলের দাগ ধুয়ে যাবে
একটা রানওয়েটা খোয়া ডানা ফিরে পাবে
অস্তিত্বের অন্য পরমাণু তে ঢুকে
শেষ বাজিতে বাঁচার মানে জিতে নেবে
জমানো শাস্তি যা ভেবেছিলে দেবে আমার
পাঠিয়ে দিও c/o শুন্য ঠিকানায়
চক কসা এলিবাই টাকে তুলে রেখো
শেষ দশা অজানায় থাক ভুলে থেকো, আমায়
আজ কোথাও উধাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্ত আসামি
Posted: Saturday, December 14, 2019
#Album: Jorimana
#Band: Alienz
#Lyrics -
লকাপে আটকা ক্লিশে যাপন মুক্তি চায়
চুপি চুপি অজানা রং রুটে পা বাড়ায়
সে পথে নেই দর কষাকষি পাপ পুণ্যের
চাওয়া না পাওয়া গুলো
অনায়াসে ভুলার উপায়
আজ কোথাও উধাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্ত আসামি
চক কসা এলিবাই টাকে তুলে রেখো
শেষ দশা অজানায় থাক ভুলে থেকো, আমায়
আজ কোথাও উধাও হবো আমি
হাতে পায়ে শিকলের দাগ ধুয়ে যাবে
একটা রানওয়েটা খোয়া ডানা ফিরে পাবে
অস্তিত্বের অন্য পরমাণু তে ঢুকে
শেষ বাজিতে বাঁচার মানে জিতে নেবে
জমানো শাস্তি যা ভেবেছিলে দেবে আমার
পাঠিয়ে দিও c/o শুন্য ঠিকানায়
চক কসা এলিবাই টাকে তুলে রেখো
শেষ দশা অজানায় থাক ভুলে থেকো, আমায়
আজ কোথাও উধাও হবো আমি
পাবে না ট্রেস ফাইনালি ক্লোজড কেস
মুক্ত আসামি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)