ARBOVIRUS
পৃথিবীর শেষ প্রান্তে | Prithibir Sesh Prante - Arbovirus | Lyrics
#Song: Prithibir Sesh Prante
#Album: 64m 53s
#Band: Arbovirus
#Lyrics -
রোদের আকাশে হেঁটেছি কতদিন
নীলের মাঝে ভেসেছি আনমনে
সবুজ মেঝেে শুয়ে অবশেষে
ছুটি নিজের কাছে নিজের মাঝে
যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে
দেখেছি শেষ বিকেলের আলো হারিয়ে যেতে
উত্তরের হাওয়ায় ঘুমপোকাদের গানে
তারার টুকরো ধুলোয় ভিজে অবশেষে
ছুটি তোমার কাছে তোমার মাঝে
যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে
Posted: Thursday, January 23, 2020
#Album: 64m 53s
#Band: Arbovirus
#Lyrics -
রোদের আকাশে হেঁটেছি কতদিন
নীলের মাঝে ভেসেছি আনমনে
সবুজ মেঝেে শুয়ে অবশেষে
ছুটি নিজের কাছে নিজের মাঝে
যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে
দেখেছি শেষ বিকেলের আলো হারিয়ে যেতে
উত্তরের হাওয়ায় ঘুমপোকাদের গানে
তারার টুকরো ধুলোয় ভিজে অবশেষে
ছুটি তোমার কাছে তোমার মাঝে
যখনই আটকে আসে নিঃশ্বাস
সময়হীনতায় এসো আমার সাথে
পৃথিবীর শেষ প্রান্তে
রংধনুর গোপন দুয়ার খুলে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)