Rock 202 Album

দ্বৈততা | Doitota - Crematic X | Lyrics

#Song: Doitota
#Album: Rock 202 [Mixed]
#Band: Crematic  X
#Lyrics -

নিজের ভেতরে বিষণ্ণতা ঘিরে
অদ্ভুত বিপরীত সমস্ত সত্ত্বা
মিথ্যের বাস্তবে কল্পনা
শব্দ ডোবে
এখনো চেয়ে থাকি সময়ের

নিশ্বাসে প্রতিটি বিশ্বাসে
রয় ও দিকে
সত্য মেনে
নিজেকে চিনতে পারিনি আজও
অপ্রিয় স্রোতে ভেসে চলছি তবুও
এই রাতের বিষণ্ণতার মাঝে
চেয়ে থাকি সেই অধরাকে


নিশ্বাসে
প্রতিটি বিশ্বাসে
রয় ও দিকে
সত্য মেনে

যখন দুঃস্বপ্ন হয়ে যাবে ইচ্ছেগুলো
অভিশাপের আর্তনাদে আছড়ে পড়বে জীবন
বিক্ষত সত্ত্বা ভয় ভুলে
মিলিয়ে যাবে
এই নির্জন অবসরে

নিশ্বাসে
প্রতিটি বিশ্বাসে
রয় ও দিকে
সত্য মেনে

Posted: Wednesday, May 6, 2020
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)