BLACK
করুণ | Korun - Black | Lyrics
#Song: Korun
#Vocal: Jon
#Album: Abar
#Band: Black
#Lyrics -
আরো একটা দিন
আরো একটা রাত
যেভাবে সময় কাটার কথা কাটছে
আমার রক্ত ঝরছে
আরো একটা দিন
আরো একটা রাত
যেভাবে সময় কাটার কথা কাটছে
আমার রক্ত ঝরছে
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষন করুণ দেখাচ্ছে?
আরো একটা জীবন পেলেও আমি
এভাবেই থাকবো
এভাবেই ভেসে যাবো
আমার স্বপ্ন ভাঙছে
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষন করুণ দেখাচ্ছে?
তুমি দেখে দেখে কাঁদবে জানি
কিন্তু আমার আর কি করার আছে বলো?
আমি আমার ছায়ার বাইরে
যাই কি করে তুমি বলো?
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষন করুণ দেখাচ্ছে?
হয়তো তুমিও দেখছো আমাকে
আমাকে এখন কি ভীষন করুণ দেখাচ্ছে?
Posted: Sunday, July 19, 2020
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)