Mixed - Band
স্বপ্নডানা | Shopnodana - Durbin | Lyrics
#Song: Shopnodana
#Artist: Shahid
#Album: Durbin 2.01
#Band: Durbin
#Lyrics -
ইচ্ছে ডানায় যেন একফালি রোদ
নেই যে আঁধার নেই কোন শখ
সূর্য কেনো ফেলেছে পলক
নীল ঠেকেছে তাই মেঘের পালক
উড়াই চলো স্বপ্নডানা
আকাশ ছুঁতে নেই যে মানা
আকাশ হবে মনের বাড়ি
একমুঠো নীল করবো চুরি
আগে পিছে তুখরাশি
ভোরের আলোয় হয়েছে বাঁশি
গোমরা মুখে ভাবছ টা কি
ওতে পাখি আর নেই যে বাকি
উড়াই চলো স্বপ্নডানা
আকাশ ছুঁতে নেই যে মানা
আকাশ হবে মনের বাড়ি
একমুঠো নীল করবো চুরি
ভাবনা কেনো হাটছে পিছু
ভাবনা ভেবে পেয়েছে কিছু
মনে যখন ঘন্টা ছুটির
স্বপ্নেরা সব হয়েছে হাজির
আকাশ ছুঁতে নেই যে মানা
আকাশ হবে মনের বাড়ি
একমুঠো নীল করবো চুরি
আগে পিছে তুখরাশি
ভোরের আলোয় হয়েছে বাঁশি
গোমরা মুখে ভাবছ টা কি
ওতে পাখি আর নেই যে বাকি
উড়াই চলো স্বপ্নডানা
আকাশ ছুঁতে নেই যে মানা
আকাশ হবে মনের বাড়ি
একমুঠো নীল করবো চুরি
ভাবনা কেনো হাটছে পিছু
ভাবনা ভেবে পেয়েছে কিছু
মনে যখন ঘন্টা ছুটির
স্বপ্নেরা সব হয়েছে হাজির
উড়াই চলো স্বপ্নডানা
আকাশ ছুতে নেই যে মানা
আকাশ হবে মনের বাড়ি
একমুঠো নীল করবো চুরি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)