BLACK
বিমূর্ত | Bimurto - Black | Lyrics
#Song: Bimurto
#Vocal: Jon | Tahsan
#Album: Uthsober Por
#Band: Black
#Lyrics -
তোমার উত্তাপ মিলিয়ে যাচ্ছে দ্রুত
আমি ক্রমশ আঁধারে আলো
অথবা বিপরীত দৃশ্যটাও সত্য
আমি ক্রমশ আঁধারে আলো
অথবা বিপরীত দৃশ্যটাও সত্য
হঠাৎ আলোর উৎসে শব্দ শুনে
ঝুঁকে দেখি সময় তোমাকে টানছে
বিমূর্ত জগৎ থেকে আলোতে
ফিরে দেখি আঁধারে অন্য আমি
তীব্র আলোর অপেক্ষায় বসে আছে
হঠাৎ আলোর উৎসে শব্দ শুনে
ঝুঁকে দেখি সময় তোমাকে টানছে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)