CRYPTIC FATE

ভোরের অপেক্ষা | Vorer Opekkha - Cryptic Fate | Lyrics

#Song: Bhorer Opekkhay
#Album: Noy Mash
#Band: Cryptic Fate
#Lyrics-

"আজ বাংলার মানুষ মুক্তি চায়
বাংলার মানুষ বাচতে চায়
বাংলার মানুষ তার অধিকার চায়"
‘‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেবো
এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’’

- শেখ মুজিবর রহমান
_______________________________

শেষ রাতে শুরু হলো এক নারকিয় কাণ্ড..
মানুষ রুপি পিসাচেরা শুরু করল তাণ্ডব..
আর নয় লুকিয়ে থাকা, আড়ালে মাথা নিচু..
সইব না এই অত্যাচার, করতে হবে কিছু..
জাগো, জেগে ওঠো বীর বাঙ্গালী..
ভোর হতে এখনো অনেক দেরি..

ওই চাঁদটা ধেকে ফেল আমার ক্রোধেরই চাদরে..
চাইনা ওই তারাগুল দেখুক আমারি কষ্টকে..
ঘরে ঘরে দুর্গ গড়ার, এখনি সময়..
যা পাই তা হাতে নিয়ে, ঝাঁপিয়ে পরব..

জাগো, জেগে ওঠো বীর বাঙ্গালী..
ভোর হতে এখনো অনেক দেরি..

কে মিত্র, কে শত্রু, এ কেমন ছদ্মবেশ..
আর সয় না দেই রওনা, অপেক্ষায় আমার দেশ..
________________________________

"On behalf of our great national leader
the supreme commander of Bangladesh
'Sheikh Mujibar Rahman' do hereby
proclaim the independence of Bangladesh.

- Ziaur Rahman

Posted: Friday, December 19, 2014
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)