Tahsan
অনুভূতি | Onubhuti - Ichche | Tahsan | Lyrics
অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই
যেন বুঝতে পারো আমায়
দুর্বোধ্য হবার নেই যে সময়
তবুও সব বিমূর্ত হয়ে যায়
বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়
বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি
খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়
আগলে রাখা বর্ণগুলো তোমার
ঘন কুয়াশায় মিলিয়ে যায়
Posted: Saturday, December 20, 2014
যেন বুঝতে পারো আমায়
দুর্বোধ্য হবার নেই যে সময়
তবুও সব বিমূর্ত হয়ে যায়
বুঝতে তুমি চাও নি এ হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়
বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি
খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়
আগলে রাখা বর্ণগুলো তোমার
ঘন কুয়াশায় মিলিয়ে যায়
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)