ARBOVIRUS

হারিয়ে যাও | Hariye Jao - Arbovirus | Lyrics

#Song: Hariye Jao
#Album: Montobbo Nishproyojon
#Band: Arbovirus
#Lyrics-

অনেকটা পথ হেটেছি একসাথে
কতগুলো ভোর দেখেছি পাশাপাশি
তারপর সব কিছু ফেলে দূরে সরে গিয়েছি
একটু একটু করে
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে

তারপর চিরচেনা নিজেদের
চিনতে পারি না কোনো ভাবেই
আমরা ভাবি সব আসবে ফিরে
পুরনো অনুভুতি পুরনো মানুষে
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে

হয়তো কারো দোষ নেই
হয়তো কিছুই করার নেই
অবসাদ জয় করেছে ভালোবাসা
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে
হারিয়ে যাও তুমি - দূরে আরো দূরে

Posted: Friday, May 22, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)