ARBOVIRUS

উত্তরাধিকার | Uttaradhikar - Arbovirus | Lyrics

#Song: Uttaradhikar
#Album: 64m 53s
#Band: Arbovirus
#Lyrics-

তুমি হারাও যখন ভীড়ের মাঝে
তোমার সত্ত্বা বন্দী কোন আঁধার ঘরে..
যে ঘরের দেয়ালে প্রাচীনতায়
আঁকড়ে রাখে তোমায়...

দেয়ালে আঁকা ভুল ছবিগুলো
প্রতিচ্ছবি হোক স্মৃতির ক্যানভাসে..
যে ছবির গভীরে অসাড়তা
আঁকড়ে রাখে বিভক্ত উত্তরাধিকার...

আলোর বৃষ্টিতে মুছে যাক
কালের পদচিহ্ন..
কুয়াশার বাইরে হাতছানি
সব ভুলে যাওয়ার...

তুমি যখন কাঁদো নিজের মাঝে
অনুভূতি মুখোশে ঢেকে থাকে..
যা দেখো যা শুনো
কোন কিছু নিয়মের বাইরে নয়...

Posted: Friday, May 22, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

1 মন্তব্য(গুলি)