ARTCELL
লীন জড়তা | Lin Jorota - Artcell | Lyrics
#Song: Lin Jorota
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics-
লীন জড়তায় নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে.. রোদের রেখা
ভেসে গেছে.. রোদে ভেসে গেছে
দূর বহুদূর থেমে থাকা আকাশে
লীন আকাশে
সাদাকালো মেঘ ভেসে যায় হারিয়ে
নীলে হারিয়ে
ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে
ঝড়ো বাতাসে
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
Posted: Wednesday, August 26, 2015
#Album: Oniket Prantor
#Band: Artcell
#Lyrics-
লীন জড়তায় নীল আকাশে
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
ভিজে সময় একা আঁধারে
ভেসে গেছে.. রোদের রেখা
ভেসে গেছে.. রোদে ভেসে গেছে
দূর বহুদূর থেমে থাকা আকাশে
লীন আকাশে
সাদাকালো মেঘ ভেসে যায় হারিয়ে
নীলে হারিয়ে
ধুলো জমা স্মৃতি উড়ে যায় বাতাসে
ঝড়ো বাতাসে
ঝড় বাঁধা পড়ে ভাঙা মানুষে
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)