ARTCELL
কারার ঐ লৌহ কপাট | Karar Oi Loho Kopat | Lyrics
#Song: Karar Oi Loho Kopat
#Album: Riotous 14 [Mixed Album]
#Band: Artcell
#Lyrics -
#Album: Riotous 14 [Mixed Album]
#Band: Artcell
#Lyrics -
Tribute to Kazi Nazrul Islam
কারার ঐ লৌহ কপাট
ভেঙ্গে ফেল্ কর্ রে লোপাট
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ! ধ্বংস –নিশান
উঠুক প্রাচীর প্রাচীর ভেদি
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা? মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি
ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী
শিখায় এ হীন্ তথ্য কে রে?
ওরে ও পাগ্লা ভোলা
দেরে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধ’রে হ্যাঁচকা টানে
মার্ হাঁক হায়দরী হাঁক্
কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন পানে
নাচে ঐ কাল বোশেখী
কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার, ভাঙ্রে তালা!
যত সব বন্দী–শালায়
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি
Posted: Saturday, September 12, 2015
ভেঙ্গে ফেল্ কর্ রে লোপাট
রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী!
ওরে ও তরুণ ঈশান!
বাজা তোর প্রলয় বিষাণ! ধ্বংস –নিশান
উঠুক প্রাচীর প্রাচীর ভেদি
গাজনের বাজনা বাজা!
কে মালিক? কে সে রাজা?
কে দেয় সাজা? মুক্ত স্বাধীন সত্য কে রে?
হা হা হা পায় যে হাসি
ভগবান প’রবে ফাঁসি? সর্বনাশী
শিখায় এ হীন্ তথ্য কে রে?
ওরে ও পাগ্লা ভোলা
দেরে দে প্রলয় দোলা
গারদগুলা জোরসে ধ’রে হ্যাঁচকা টানে
মার্ হাঁক হায়দরী হাঁক্
কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে ডাক
মৃত্যুকে ডাক জীবন পানে
নাচে ঐ কাল বোশেখী
কাটাবি কাল ব’সে কি?
দে রে দেখি ভীম কারার ঐ ভিত্তি নাড়ি
লাথি মার, ভাঙ্রে তালা!
যত সব বন্দী–শালায়
আগুন জ্বালা, আগুন জ্বালা, ফেল্ উপাড়ি
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)