AURTHOHIN

সূর্য ২ | Shurjo 2 - Aurthohin | Lyrics

#Song: Shurzo ii
#Album: Aushomapto-2
#Band: Aurthohin
#Lyrics-

আমার যেনো মৃত্যু হয় সূর্য উঠার আগে

নীল আকাশের নিচে ঘাসের বিছানাতে
শুয়ে শুয়ে আকাশ দেখার স্বপ্নটা মাথায় ঘোরে
তাই দেখবোনা আলো, নেই আঁধারের মাঝে
হঠাৎ করেই স্বপ্ন ভাঙে অশ্লীল অট্টহাসে
চারিদিকে আধার অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়
স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

দেহের পচনটা ছড়ায় আজ মগজে
ইদানিং অন্ধকার অনেক ভালো লাগে
গীটার হাতে যুদ্ধে যাবার স্বপ্নটাকে
হারিয়ে অসীম যন্ত্রণা চুম্বন করে
চারিদিকে আধার অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়
স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে

পুরোনো সব স্বপ্ন হারায় আজ অন্ধকারে
নতুন দিনের মিছিলে আজ ফাটল ধরে
ত্রিমাত্রিক জগতে আধাঁরটাই যেন ধ্রুবক
বিবর্তনে অসমাপ্ত আমার লেখা দুঃখ শোক

চারিদিকে আধার অশ্লীল কালো
জাপটে ধরে পিছন থেকে আমায়
স্বপ্নগুলো আজ চূর্ন বিচূর্ণ

যাক মুছে যাক স্বপ্ন আমার ঐ দূর আকাশে
যাক ভুলে যাক মানুষগুলো আমায় ছুড়ে ফেলে দিয়ে
আমিতো আর খুলবো না চোখ সূর্য উঠলে পরে
সূর্যের কাছে আমার অনেক ঋণ আছে

Posted: Wednesday, October 21, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)