ARTCELL

পথ চলা | Pothchola - Artcell | Lyrics

#Song: Poth Chola
#Album: Onno Shomoy
#Band: Artcell
#Lyrics-

আমার পথচলা আমার পথে
যেনো বেলা শেষে আকাশ কার মোহে..
আমার স্বপ্ন আমার সাথে
যেনো স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে...

আমি কার আশাতে ছুটে চলি পথে পথে..
যেনো তার মায়াতে বাঁধা পড়েছে জীবন যে..
কত সুখ কল্পনা, কত মিথ্যে প্রলোভন..
কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহবান...

আমার আলোয় আলোকিত
হতে চেয়ে আঁধারে মিলিয়ে..
আমার স্বপ্ন আমার সাথে
যেনো স্বপ্নে ফিরে আসে স্বপ্ন হয়ে
খুঁজে পায় জীবনের তীর
জীবনকে কোনো স্বপ্ন ভেবে...

আমি কার আশাতে ছুটে চলি পথে পথে..
যেনো তার মায়াতে বাঁধা পড়েছে জীবন যে..
কত সুখ কল্পনা, কত মিথ্যে প্রলোভন..
কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহবান...

আমি আজ নেই তবুও কত সুর
ওঠে বেজে তোমার ওই গানের মাঝে..
এই পথ গেছে মিশে আমার বেলা শেষে..
স্বপ্ন ফিরে আসে পৃথিবীর দূর দেশে..
জীবনকে কোনো এক স্বপ্ন ভেবে...

আমি কার আশাতে ছুটে চলি পথে পথে..
যেনো তার মায়াতে বাঁধা পড়েছে জীবন যে..
কত সুখ কল্পনা, কত মিথ্যে প্রলোভন..
কষ্টের প্রতিটি ক্ষণ শোনায় তার আহবান...

Posted: Saturday, October 24, 2015
Post By: FarhaN Fahidur Rahim

Related Song Lyrics

0 মন্তব্য(গুলি)