ARTCELL
ভুল জন্ম | Vhul Jonmo - Artcell | Lyrics
#Song: Vul Jonmo
#Album: Onno Shomoy
#Band: Artcell
#Lyrics-
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো..
জীবন ভুল নাও হতে পারে
হয়তো সময় ভুল ছিল..
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি..
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশঃ নষ্ট হচ্ছি আমি..
তবুও চিৎকার যখন অর্থহীন আর্তনাদ..
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা..
সবাই যখন আদিম উল্লাসে মত্ত..
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়..
স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন..
অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা..
সময় বদলায়, বদলায় এ জীবন..
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব..
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার..
কষ্টে ডুবে থাকা নয় নয় আর হাহাকার..
আমার দ্বৈত সত্ত্বা করছে আজ অস্বীকার..
সময় তাকিয়ে দেখ পরিবর্তন বাস্তবতার..
চোখের কোণে লেগে থাকা স্মৃতি..
ঘুমের মতন তীব্র ভালোবাসা..
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা..
ভুল জন্মে আমার অসাড়তা..
Posted: Saturday, October 24, 2015
#Album: Onno Shomoy
#Band: Artcell
#Lyrics-
আমি জন্মাতে দেখেছি
জীবনের সব ভুলগুলো..
জীবন ভুল নাও হতে পারে
হয়তো সময় ভুল ছিল..
সময়ের ভুলে জীবনমঞ্চে
অভিনয় করছি আমি..
নষ্ট হচ্ছে স্বকীয়তা
ক্রমশঃ নষ্ট হচ্ছি আমি..
তবুও চিৎকার যখন অর্থহীন আর্তনাদ..
প্রতিবাদ কোন দুর্বোধ্য ভাষা..
সবাই যখন আদিম উল্লাসে মত্ত..
ভুল জন্ম তোমাকে জানাই বিদায়..
স্বপ্নমঞ্চে মেলানো যায় না জীবন..
অলীক স্বপ্নে বদলায়না বাস্তবতা..
সময় বদলায়, বদলায় এ জীবন..
ধীরে ফিকে হয়ে যায় আমার এ অস্তিত্ব..
ভুলের বেসাতি শেষ হয়ে যাক এবার..
কষ্টে ডুবে থাকা নয় নয় আর হাহাকার..
আমার দ্বৈত সত্ত্বা করছে আজ অস্বীকার..
সময় তাকিয়ে দেখ পরিবর্তন বাস্তবতার..
চোখের কোণে লেগে থাকা স্মৃতি..
ঘুমের মতন তীব্র ভালোবাসা..
আলিঙ্গনে নিমগ্ন শূন্যতা..
ভুল জন্মে আমার অসাড়তা..
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)