ASHES
ছারপোকা | Charpoka - Ashes | Lyrics
আধো আলোতে মন ছুঁয়েছে..
অন্ধকার একলা..
চোখে চশমা মনে অন্ধ..
আয়নাতে চোখ ছোঁয়..
মিছেমিছি ভয় পাওয়া..
আবার হারিয়ে মেঘটা..
মনে মনে ধরে হাঁটা..
আমার ভাললাগা..
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে..
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে..
তবু ভয় হয় মনে সংশয়..
কত সংলাপ ফিকে হয়..
তবু ভয় হয় মনে সংশয়..
আবার হারিয়ে মেঘটা..
মনে মনে ভাল লাগা..
আমার ভালোবাসা..
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে...
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে...
অন্ধকার একলা..
চোখে চশমা মনে অন্ধ..
আয়নাতে চোখ ছোঁয়..
মিছেমিছি ভয় পাওয়া..
আবার হারিয়ে মেঘটা..
মনে মনে ধরে হাঁটা..
আমার ভাললাগা..
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে..
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে..
তবু ভয় হয় মনে সংশয়..
কত সংলাপ ফিকে হয়..
তবু ভয় হয় মনে সংশয়..
আবার হারিয়ে মেঘটা..
মনে মনে ভাল লাগা..
আমার ভালোবাসা..
কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে...
মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে...
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)