ASHES
পবিত্র পাপ | Pobitro Pap - Ashes | Lyrics
জানালাটা খুলে দাও আকাশে আকাশে..
এইবার বলো ভালবাসি..
এইবার আমাকে বলে দাও..
কতো লাল হলে চোখ আমার হবে..
বলছিনা আমার হতেই হবে!!
হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়..
ফিরে আসো মেঘ করো আমায়..
ভুল আদরের ক্ষত এ মনে..
লেগে থাকে নখেরও দাগে..
বলছিনা আমার হতেই হবে!!
বলছিনা হতেই হবে আমার..
শুধু যখন একি হাত..
অন্য ভাবে আঙ্গুল ধরে..
বলছিনা আমার হতেই হবে!!
Posted: Friday, November 27, 2015
এইবার বলো ভালবাসি..
এইবার আমাকে বলে দাও..
কতো লাল হলে চোখ আমার হবে..
বলছিনা আমার হতেই হবে!!
হঠাৎ করে অঙ্গ ছুয়ে যায়..
ফিরে আসো মেঘ করো আমায়..
ভুল আদরের ক্ষত এ মনে..
লেগে থাকে নখেরও দাগে..
বলছিনা আমার হতেই হবে!!
বলছিনা হতেই হবে আমার..
শুধু যখন একি হাত..
অন্য ভাবে আঙ্গুল ধরে..
বলছিনা আমার হতেই হবে!!
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)