ASHES
কি আর হবে | Ki R Hobe- Ashes | Lyrics
শুনতে কী পাও, কথা গুলো তুমি..
ঠোঁটের কোনে, তুমি কী সাড়া দিবে..
এই ভাবে আমার, বাড়ছে জীবনটা..
মাসের শেষে, ছোট খাটো কান্না.....
ঠোঁটের কোনে, তুমি কী সাড়া দিবে..
এই ভাবে আমার, বাড়ছে জীবনটা..
মাসের শেষে, ছোট খাটো কান্না.....
কী আর হবে, এই ভাবে বেঁচে থেকে
কী আর হবে, কালো ঠোঁটে চায়ের কাপে
কী আর হবে, আমার বয়স বেড়ে যাবে
কী আর হবেরে, আমার ভালো লাগেনা
কী আর হবে, এই ভাবে বেঁচে থেকে
কী আর হবেরে, কালো ঠোঁটে চায়ের কাপে
কী আর হবেরে, কালো ঠোঁটে চায়ের কাপে
কী আর হবেরে, আমার বয়স বেড়ে যাবে
এর বেশি আর কী হবে....
এর বেশি আর কী হবে....
কী চেয়েছিলে, কী বেঁচে থাকা..
ফুটপাতে রাস্তায় জ্বলছে সিগারেটে..
উড়ছে ঠোঁটে ধোঁয়া, টঙের চায়ের কাপে..
আকাশের তারারা, একটা ছেলেমানুষি...
এতো যে ভালো লাগার এই জীবন..
এতো যে সাধনার এই জীবন..
এতো যে তিলে তিলে স্বপ্নে স্বপ্নে..
ঠিকই তো ঘুম ভাঙ্গবে...
এতো যে সাধনার এই জীবন..
এতো যে তিলে তিলে স্বপ্নে স্বপ্নে..
ঠিকই তো ঘুম ভাঙ্গবে...
কী পেয়েছো তুমি, কী চেয়েছিলে তুমি..
হিসেবটা তোমার বড়ই গড়মিল....
হিসেবটা তোমার বড়ই গড়মিল....
Post By: FarhaN Fahidur Rahim
0 মন্তব্য(গুলি)